তাদের হাড্ডাহাড্ডি লড়াই

তারাবো পৌরসভা রাজনীতি

নিউজ রূপগঞ্জ ডটকম: জমে উঠেছে তারাব পৌরসভা নির্বাচন। কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এক জরিপে জানা গেছে সাধারণ কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাজীব আহমেদ ( ডালিম প্রতীক) এর সাথে এড. জসিম উদ্দিন ভুঁইয়ার ( উটপাখি প্রতীক) হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা ৩ হাজার ৯শ ৮৪।

সাধারণ কাউন্সিলর পদে ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হামিদুল্লার ( উটপাখি প্রতীক) সাথে তোফাজ্জল হোসেনের ( ডালিম প্রতীক) হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা ১০ হাজার ৭শ ৫।

সাধারণ কাউন্সিলর পদে ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেনের ( ডালিম প্রতীক) সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে রহুল আমিন ফরাজীর (উটপাখি প্রতীক)। এই ওয়ার্ড অধিক গুরুত্বপূর্ণ। এখানে  ভোটার সংখ্যা ৯ হাজার ১৮ । ইতোমধ্যে এই দুই কাউন্সিলর প্রার্থী সংঘর্ষ করে আটক হয়ে ছিলেন। সবার নজর এখন ৭ নং ওয়ার্ডে।

সাধারণ কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়ার ( উটপাখি প্রতীক ) সাথে নুর আলমের ( টেবিল ল্যাম্প প্রতীক) হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ ৬১ । এখনে নতুন মুখ জিততে পারে।

সাধারণ কাউন্সিলর পদে ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আতিকুল ইসলামের তেমন শক্ত প্রতিপক্ষ নেই। তার জয়ের সম্ভাবনাই বেশি। তারাব পৌরসভার সবচেয়ে বেশি ভোট ৯ নং ওয়ার্ডে। ভোটার সংখ্যা ২১ হাজার ৫শ ৫০ ।

সংরক্ষিত আসনের কাউন্সিলর -১ (১,২,৩ নং ওয়ার্ড ) নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লায়লা পারভিনের সাথে বিবি হাওয়া শিল্পীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কে জিতবে তা বলা যাচ্ছে না। এখানে ভোটার সংখ্যা ১৬ হাজার ৬ শ ৯৭।

সংরক্ষিত আসনের কাউন্সিলর -২ (৪,৫,৬ নং ওয়ার্ড ) নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আসমা বেগমের ( জবা ফুল প্রতীক) সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে মাহফুজা বেগম ( আনারস প্রতীক) এর। এখানে আরও প্রতিদ্বন্দ্বীতা করছে সালমা জাহান খাঁন (টেলিফোন প্রতীক) , আছিয়া বেগম ( চশমা প্রতীক)। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৭ হাজার ৩শ ৪৩ জন। এখানে প্রচারণায় এগিয়ে ছিলেন মাহফুজা বেগম ( আনারস প্রতীক)।

সংরক্ষিত আসনের কাউন্সিলর -৩ (৭,৮,৯ নং ওয়ার্ড ) ওয়ার্ডে কিছু বলা যাচ্ছে না। এখানে তিনজন প্রার্থী মাঠে রয়েছে। তারা হলেন পারুল আক্তার (আনারস প্রতীক) , জোসনা বেগম, শাহনাজ আক্তার ।ক্ষমতাসী দলের নেতাকর্মীদের সমর্থন যে প্রার্থী বেশি পাবে সেই বিজয়ী হবে। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪১ হাজার ২শ ২৯।

প্রসঙ্গত এবার ভোট হবে ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী রয়েছে ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন। তারাব পৌরসভার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি। প্রত্যেকটা কেন্দ্র গুরুত্বপূর্ণ । ভোট গ্রহণ শনিবার ( ১৬ জানুয়ারি) ইভিএম পদ্ধতিতে। নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

 এছাড়া মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এছড়া তিনজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *