জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশনা

নারায়ণগঞ্জ রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জ সহ সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তবে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( সরকারী মাধ্যমিক শাখা) সব সরকারি ও বেসরকারি স্কুলকে এ বিষয়ে নিদেশনা দিয়েছে। সহকারী পরিচালক -১ মো: আমিনুল ইসলাম টুকু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে , করোনাভাইরাস সংক্রমণের সাবিক পরিস্থিতি বিবেচনায় শুধু মাত্র ২০২০ সালের জুনিয়র স্কুল সাটিফিকেট ( জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট ( জেডিসি) পরীক্ষা গ্রহণ না করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উত্তীর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদেশক্রমে অনুরোধ করা হয়েছে ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *