গোলাকান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

গোলাকান্দাইল প্রশাসন ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রীর পাশাপাশি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ত্রাণ সামগ্রী গোলাকান্দাইল ইউনিয়নে বিতরণ করা হয়েছে। রবিবার গোলাকান্দাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দুঃস্থদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার ( ভূমি ) তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর হোসেন ভূঁইয়া , রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া , ইউপি সদস্য ইসরাফিলসহ সেনা সদস্যরা। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে রূপগঞ্জের প্রায় ১৮৫০ টি দরিদ্র, অসহায় পরিবার পাবে সরকারী খাদ্য সামগ্রী। ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম নিউজ রূপগঞ্জ ডটকমকে জানান, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ,১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ টা সাবান । ১৮৫০ প্যাকেট খাদ্য সামগ্রী পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয়া হয়েছে।  সেখান থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 
তিনি বলেন, আমাদের প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। 

এদিকে করোনা প্রতিরোধে রবিবার রূপগঞ্জে টহল দিয়েছে সেনাবাহিনী।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *