কায়েতপাড়ায় খেটে খাওয়া ২২৫ পরিবার পেল ছাত্রলীগের খাদ্য

কায়েতপাড়া ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া ২২৫ খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে এ খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার , সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা তুষার, দোলন প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ,লবণ, তেল ও সাবান।

এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার বলেন, দেশের যেকোনো দুর্যোগে ছাত্রলীগ মাঠে ছিলো। করোনা দুর্যোগেও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় জনসাধারণের পাশে রয়েছে। খেটে খাওয়া কোনো মানুষ না খেয়ে থাকবে না।

সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম বলেন, সরকার করোনা প্রতিরোধের অংশ হিসেবে দেশের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আমাদের সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *