অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শাহীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব বলছে, বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ এর একটি দল অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে র্যাবের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত শাহীন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বলেন, শাহীনকে গ্রেপ্তার করতে চনপাড়ায় অভিযানে যায় র্যাব। র্যাবের কাছে তথ্য ছিল, শাহীন সেখানে একাই অবস্থান করছেন। অভিযানে গেলে র্যাবকে লক্ষ্য করে শাহীনসহ ১০ জন গুলিবর্ষণ করেন। র্যাব পাল্টা গুলি ছুড়লে শাহীনের পায়ে কয়েকটি গুলি লাগে। আহত অবস্থায় আটক করে ঢাকার মুগদা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।