নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ১ আগস্ট সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জাঙ্গীর এলাকার মৃত আব্দুল গফুর ভুঁইয়ার ছেলে মোঃ শাহদাত ভুঁইয়া, দড়িকান্দি এলাকার হেলাল উদ্দিনের ছেলে তারা মিয়া, ভিংরাবো এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইয়াকুব আলী ও উত্তর নোয়াপাড়ায় এলাকার মৃত শাহবুদ্দিনের ছেলে নবী হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক, মারামারি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকে তারা পলাতক ছিলো। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি সায়েদ এসব তথ্য নিশ্চিত করেছেন।