নিউজ রূপগঞ্জ ডটকম:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুড়াপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক,এমপি।
রবিবার ১৫ আগস্ট বিকালে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদ।
এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই পাকিস্তানিদের হাতে বঙ্গবন্ধু মারা যাননি, তিনি মারা গেলেন আমাদের বাঙালিদের হাতে। কত বড় অকৃতজ্ঞ আমরা! আমরা জাতির পিতাকে নিজেরা হত্যা করেছি। এটা একটা করুণ ইতিহাস।’
মন্ত্রী বলেন, খুনি মোশতাক জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। তাদের বিচার হওয়া দরকার। মন্ত্রী সরকারের কাছে বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত ফিরে এনে রায় কার্যকর করার বিচার দাবি করেছেন।
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আরও বলেন, ঘাতকরা ব্যক্তি মুজিবকে হত্যা করেছে, তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ছাত্রলীগকে মাঠে থেকে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের ,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আনছার আলী, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন, মাছুম চৌধুরী অপু, সজীব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি তুহিন, জিএস সজিবসহ অনেকে।
পরে অতিথিবৃন্দ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করে।