নিউজ রূপগঞ্জ ডটকম:
করোনা আতঙ্কে কাপছে নারায়ণগঞ্জ। শেষ খরব পাওয়া পর্যন্ত জেলায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের রয়েছে ৩ জন। মারা গেছে ৮ জন। রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে সরকরী বেসরকারী সব প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়ছে খাদ্য সংকট। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশে থেমে নেই রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ । ছাত্রলীগ নেতৃবৃন্দ রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। শুক্রবার ( ১০ এপ্রিল) বিকালে মুড়াপাড়া ইউনিয়নে খেটে খাওয়া ও কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছে ছাত্রলীগ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবণ, আলু , সাবান।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক সামিউল হক শ্যামল, সাবেক সমাজ সেবা সম্পাদক আরিফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কাজী অমিত হাসান , সরকারী মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ নেতা আসিফ রোবায়েত মুন, রিফাত আহমেদ নিশান, বাধন আহমেদ, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিমন আহমেদ প্রমুখ ।
এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং বিসিবির পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ করোনা দুর্যোগে জনসাধারণের পাশে রয়েছে। খেটে খাওয়া কর্মহীন কোনো মানুষ না খেয়ে থাকবে না। সবার ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ মাঠে ছিলো। এখনো আছে।
সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম বলেন, সরকার করোনা প্রতিরোধের অংশ হিসেবে দেশের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আমাদের সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। ছাত্রলীগের খাদ্য বিতরণ চলমান রয়েছে।