নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকার মো: ইকবাল হোসেন। নতুন কমিটিতে তাকে পাঠাগার সম্পাদক করা হয়েছে। গেল ১২ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে রিপন মিয়াকে সভাপতি ও মাহমুদুল হক জুয়েল মোড়লকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া নবনির্বাচিত সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ইকবাল হোসেন একজন আওয়ামী পরিবারের সন্তান । পদ পেয়ে সে ও তার পরিবার আনন্দিত ।
ইকবাল বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে আমি রাজনীতি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজপথে আছি। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করে যাবো।