নিউজ রূপগঞ্জ ডটকম:
রূপগঞ্জের চনপাড়া ৩নং ওয়ার্ডের কবর স্থান ও মাদ্রাসা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় ২০ আগস্ট শুক্রবার সকালে এ কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিম আক্তার রিতা।
এ সময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খন্দকার, চনপাড়া শেখ রাসেল নগর ৩নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি নুরজাহান বেগম প্রমুখ।
এসময় রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা বলেন, সড়কটি নির্মানের জন্য চনপাড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আমাদের দাবিটি পূরণ করেছেন।