নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে ডজন মামলার পলাতক আসামী পানাউল্লাহ পানোকে ( ৩২ ) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ৬ জানুয়ারি রাতে পূর্বাচল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী পানাউল্লাহ রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো গ্রামের হামজত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার এস আই বিএম মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত পানাউল্লার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, বিস্ফোরক আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, ধর্ষণ ও মারামারিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।