সেই কারখানায় গিয়ে নাসির-দিপু গ্রুপের সংঘর্ষ

ইউনিয়ন ফিচার ভূলতা

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানা (সেজান জুস) পরিদর্শনে গিয়ে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষ হয়েছে। এসময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৬/৭ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সেজান জুস কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার কর্নগোপ এলাকার হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানার ভবন পরিদর্শনে আসেন। তখন বিএনপির কেন্দ্রীয় নেতারা নাস্তা করে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিনের অফিসে । এতে ক্ষিপ্ত হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া। এছাড়া কেন্দ্রীয় নেতাদের সাথে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিনকে ধাক্কা মারেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু । দীপু ভুঁইয়ার সমর্থকরা নাসির উদ্দিনের ১৭ লাখ টাকা মূল্যের একটি হাত ঘড়ি ও কিছু টাকা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে ।
পরে নাসির উদ্দিনের সমর্থকরা দীপু ভুঁইয়ার ৪/৫ জন সমর্থককে পিটিয়ে আহত করে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও মিলন পালিয়ে যায় বলে বিএনপির একটি পক্ষ সংবাদচর্চাকে জানিয়েছে । পরে পুলিশ লাটিচার্জ করে ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, রাজনীতিতে যার যে সম্মান তাকে তা দেওয়া উচিত। সম্মান না দিলে তো এমনটা হবেই। আমরা মানুষের রাজনীতি করি। আমি আর শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাই শুরু থেকেই সংষর্ঘ থামানোর চেষ্টা করেছি। জানতে চাই দিপু ভুঁইয়া আরো বলেন, আমার গ্রুপের কেউ আহত হয় নাই। ১৭ লাখ টাকার ঘড়ি সম্পর্কে আমার জানা নেই।
বিএনপির প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা বিভাগ বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন। প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার পর সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ( সেজান জুস নামে পরিচিত ) কারখানাটিতে আগুন লাগে। এতে ৫২ জন নিহত হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *