রূপগঞ্জ উপজেলা প্রশাসনের হাট-বাজারের সিদ্ধান্ত পরিবর্তন

প্রশাসন শীর্ষ সংবাদ

রমজান মাস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন হাট-বাজারের আগের নির্ধারিত সিদ্ধান্ত পরির্বতন করেছে। নতুন সিদ্ধান্তে রূপগঞ্জ উপজেলার সকল হাট-বাজারের মুদি দোকান , কাঁচা বাজার, কৃষি পণ্য, সার ও কীটনাশকের দোকান প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকবে। ফার্মেসী সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক হাট , বিপনী বিতান, শপিংমল, কসমেটিক্সের দোকান বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ক্রয় বিক্রয় করতে পারবে। রবিবার এসব তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। 

এরআগে গত ২৪ এপ্রিল রূপগঞ্জ উপজেলা প্রশাসন  সিদ্ধান্ত নিয়েছিলো  উপজেলার সকল হাট-বাজারের মুদি দোকান, কাঁচা বাজার, কৃষি পণ্য, সার ও কীটনাশকের দোকান এবং ইফতারি পণ্য বিক্রির দোকান(সীমিত আকারে) প্রতিদিন দুপুর ০১:০০ টা হতে বিকাল ০৬.০০টা পর্যন্ত খোলা থাকবে। ফামেসী সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।

প্রসঙ্গত করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারি রূপ নিয়েছে।  সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *