রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান সোহেল ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে উদযাপন করবে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকালে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন( অর্ধ নমিত), সকাল ৮ টায় রূপগঞ্জ উপজেলা চত্তরে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সীমিত পরিসরে আলোচনা সভা, ১১ টায় যুব ঋণ , আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণের চেক বিতরণ করা হবে। এছাড়া সরকারী শিশু পরিবার, হাসপাতাল, এতিমখানায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ খাবার বিতরণ করবে সমাজ সেবা অধিদপ্তর। বাদ যোহর উপজেলা কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদ, মন্দির ,গীজায় প্রার্থনা হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *