রূপগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়

ফিচার রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম

করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার (২৫ মে) রূপগঞ্জে মসজিদে মসজিদে হাজারো মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এ ব্যাপারে আগেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়।

আজ সকাল সাতটায় প্রথমে উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় অনেক মসজিদে দুইবার নামাজ পড়ানো হয়েছে। তার মধ্যে রয়েছে রূপসী বাগবাড়ি জামে মসজিদ। নামাজ শেষে সবাই কোলাকুলি করা থেকে বিরত ছিলেন। ইমাম সাহেব তার বয়ানে মুসুল্লিদের সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন। ঈদের নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়।

করোনার সংক্রমণ ঠেকাতে রূপগঞ্জে এবার ঈদগাহে কিংবা খোলা জায়গায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় নাই। সরকারের নিদেশনা বাস্তবায়নে মাঠে ছিলো উপজেলা প্রশাসন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *