রূপগঞ্জে সবাই পাস

ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শনিবার ( ৩০ জানুয়ারি)  । এবছর মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বছর মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২৬ হাজার ৫৬৮ থেকে জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় স্থান রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড ।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন, চট্টগ্রাম থেকে ১২ হাজার ১৪৩, বরিশাল থেকে ৫ হাজার ৫৬৮, ময়মনসিংহ থেকে ১০ হাজার ৪০, যশোর থেকে ১২ হাজার ৮৯২,  কুমিল্লা থেকে ৯ হাজার ৩৬৪, সিলেট থেকে ৪ হাজার ২৪২ এবং দিনাজপুর বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ড থেকে এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।

প্রসঙ্গত করোনা ভাইরাসের প্রভাবে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। রূপগঞ্জসহ সবাইকে অটোপাস দিয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *