রূপগঞ্জে মাইক্রোবাস দিয়ে ছিনতাই

রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে যাত্রী বহনের নামে কালো গ্লাসের প্রাইভেটকার বা মাইক্রোবাস দিয়েই চলছে ছিনতাই। রূপগঞ্জে রয়েছে ভয়ঙ্কর গাড়ি পার্টি। এদের চেহারা দেখে বোঝার উপাই নেই এরা যে ছিনতাইকারী। কখনো যাত্রী বহনের ছলে টার্গেট করা ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নেয়। আবার কখনো ফাঁকা রাস্তায় জোর করেই গাড়ির মধ্যে টেনে নেয়। গাড়িতে তুলেই শুরু হয় নির্যাতন। টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবই তাদের চাই। সোমবার (১১ মে) ভোরে গাউছিয়া থেকে সিলেট যাওয়ার পথে গাড়ি পার্টির কবলে পড়েন আনোয়ার হোসেন। এছাড়া গাড়িতে থাকা আরো দুই জন যাত্রীও পরেছে তাদের হাতে। ভোরে তিনজন যাত্রী নিয়ে একটি সাধা রং এবং কালো গ্লাসের মাইক্রোবাস থেকে একজন ভৈরব যাবে বলে ডাকছিলো। ভাড়া মাত্র ২০০ টাকা দিতে হবে বলার পর মনির হোসেন নামের যাত্রীটা গাড়িতে উঠেন। পরই তিন যাত্রীবেশী ছিনতাইকারী তাকে জিম্মি করে। একজন পকেট থেকে পিস্তল বের করে বলে, যা আছে দিয়ে নেমে যা। চিৎকার বা কথা বললে সোজা গুলি করা হবে। সঙ্গে সঙ্গে তিনি মানিব্যাগসহ যা ছিল দিয়ে দেন। এরপর আধুরীয়া এলাকায় মাইক্রোবাসের দরজা খুলে তাকে ধাক্কা মেরে ফেলে দ্রুত চলে যায়। সোমবার ভোরে আরো একজন ফয়সাল নামে ড্রাইভার যাত্রী নিয়ে চাঁন টেক্সটাইল থেকে গাউছিয়া আসার পথে গাজীপুর-চট্রগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের টেংরারটেক আলীমুউদ্দিন শাহ’র মাজারের পাশে যাত্রী বেশে একদল ছিনতাইকারী ছিনতাই করে পালিয়ে যায়। কয়েক দিন আগেও ঘটে একি রকমের ঘটনা । তখন রাত ৮টা। কিশোরগঞ্জ জেলার সবুজ ভূলতা বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় ছিলেন। তখন সাদা রঙের মাইক্রোবাস থেকে যাত্রী ডাকছিলেন একজন দরকার, একজন। তিনি চালকের সঙ্গে ভাড়ার ব্যাপারে কথা বলেন। মাত্র ৩০০ টাকা ভাড়ায় কিশোরগঞ্জ রাজি হন চালক। গাড়িতে ওঠার পরই যাত্রী বেশে থাকা তিন ছিনতাইকারী তাকে জিম্মি করে। একজন পকেট থেকে পিস্তল বের করে বলে,কথা বললেই গুলি করা হবে। মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পাঁচরখী এলাকায় সবুজকে নামিয়ে দিতে চান তারা। বিপত্তি বাধায় মানিব্যাগে থাকা একটি ক্রেডিট কার্ড। যানজটের মধ্যে গাড়ি ধীরে চলতে থাকে, আর ভিতরে চলে জিজ্ঞাসাবাদ। সবুজের কার্ডের পিন নম্বর চান তারা। তিনি ভুলে গেছেন বলে দাবি করলে পিস্তলের বাট দিয়ে তার ঘাড়ে আঘাত করেন একজন। এক পর্যায়ে পিন নম্বর বলে দেন সবুজ। মাধবদী একটি ব্যাংকের এটিএম বুথের কাছে গিয়ে মাইক্রোবাসটি দাঁড়ায়। একজন নেমে যান। গাড়ি আবার চলতে থাকে। কিছুক্ষণ পর একটি কল আসে একজনের ফোনে। তখন গাড়ি ঘুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন তিনশ ফোট রাস্তায় আসে। হঠাৎ করেই গাড়ির দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় সবুজকে।
ভুক্তভোগী সবুজ জানান, নগদ ১০ হাজার ও ক্রেডিট কার্ডেও ৩০ হাজার টাকা খোয়ান তিনি। এখানেই থেমে থাকে নি এ চক্র। কারও কাছে টাকা বা মূল্যবান কিছু না পেলে তাকে আটকে আদায় করছে মুক্তিপণ। ভূলতা থেকে মাধুবদী পর্যন্ত ছিনতাইকারী কয়েকটি চক্র রয়েছে। গাড়ি পার্টির সদস্যরা উঠতি বয়সের তরুণ থেকে যুবক। পুলিশের একাধিক কর্মকর্তার মতে, এরা ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকে আসক্ত। তারা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এই অপরাধী চক্রটি ভূলতা ও গোলাকান্দাই চৌরাস্তায় যাত্রী বহনের জন্য বসে থাকে। টার্গেট করা লোককে গাড়িতে উঠিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে মালামাল কেড়ে নেয়। স্থানীয় হাসপাতালগুলোর জরুরি বিভাগের রেকর্ডপত্র বলছে, প্রতি রাতেই আহত লোক জরুরি বিভাগে আসে। এদের প্রায় সবাই প্রহারে আহত অবস্থায় এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। ঘটনা সম্পর্কে আহতরা কর্তব্যরত চিকিৎসককে যে তথ্য দেয় তা হচ্ছে মাইক্রোবাসে উঠিয়ে মারপিট করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার ঘটনা। এ ধরনের ঘটনা থানা পর্যন্ত তেমন একটা গড়ায় না। আবার কেউ কেউ ছিনতাইয়ের শিকার হয়ে থানায় মামলা করেন। তবে মাইক্রোবাস কিংবা প্রাইভেটকারের নম্বর ও আরোহী সম্পর্কে ঘটনার শিকার লোক পুলিশকে কোন তথ্য দিতে পারেন না। আবার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যারা চলে যান তাদের অনেকের কথা, থানায় অভিযোগ করলেও প্রতিকার মিলে না।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *