রূপগঞ্জে পাপ্পা গাজীর স্বল্প মূল্যে পণ্য বিক্রি

রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:

রূপগঞ্জে করোনাভাইরাসে বিপর্যস্ত দরিদ্র ,কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

লকডাউন এবং পবিত্র রমজান উপলক্ষে গাজী গোলাম মর্তুজা পাপ্পার পক্ষ থেকে রূপগঞ্জ উপজেলা জুড়ে জনসাধারণের জন্য স্বল্প মূল্যে (ভর্তুকি) নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। তা চলবে ইদুল ফিতর পর্যন্ত।

সোমবার ( ২৬ এপ্রিল) রূপসী, কায়েতপাড়া, মুড়াপাড়াসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ট্রাকের মাধ্যমে স্বল্প মূল্যে (ভর্তুকি) নিত্যপ্রয়োজনীয় এ পণ্য সামগ্রী বিক্রি করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারাণ সম্পাদক বাবেল, সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ ।পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, মশুরের ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা। স্বল্প মূল্যে এ পণ্য সামগ্রী পেয়ে অনেক ক্রেতা উপকৃত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছে গাজী পরিবারকে। ট্রাকের মাধ্যমে দরিদ্র এলাকায় এ পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে। এছাড়া গাজী পিসিআর ল্যাবের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে।

প্রসঙ্গত , নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বড় ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা। রূপগঞ্জবাসীর সুখে-দুঃখে তিনি পাশে রয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *