রূপগঞ্জে জেল হত্যা দিবস পালিত

ইউনিয়ন ফিচার মুড়াপাড়া

নিউজ রূপগঞ্জ ডটকম:

বঙ্গবন্ধু এবং জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন,দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে রূপগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিদেশনায় এই কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সরকারি মুড়াপাড়া কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়  কলেজের  ইতিহাস বিভাগের  অধ্যাপক  মহসিন ইসলাম, ছাত্র সংসদের  ভিপি  সাইফুল ইসলাম  তুহিন, জিএস  সাদিকুল ইসলাম  সজীব । এছাড়া বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেল হত্যা দিবস পালনের খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয় । তারা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *