রূপগঞ্জে জটিল রোগীদের মাঝে ৩০লাখ৫০হাজার টাকার চেক বিতরণ

রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসিমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬১ জন অসহায় দুস্থ রোগীকে ৩০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে এক অনুষ্ঠানে ভুক্তভোগী ৬১ জনের হাতে ৫০ হাজার টাকার করে চেক তুলে দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পুত্র গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন , সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছর আলী, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *