রূপগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি হুশিয়ারী

রাজনীতি রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম:

ছাত্রদলের কমিটি করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রূপগঞ্জ। উপজেলা ছাত্রদল তিনটি বলয়ে বিভক্ত হয়েছে। তিন বলয়ের মধ্যে রয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার , বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি মনিরুজ্জামান। রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে কাজী মনিরুজ্জামানের বলয়ের সুলতান মাহমুদ,আবু মোহাম্মদ মাসুম, কামরুল হাসান, মোস্তাফিজুর রহমান দীপু বলয়ের নাহিদ হাসান ভূঁইয়া, তৈমূর বলয়ের মাসুদুর রহমান মাসুম। মোস্তাফিজুর রহমান দীপু বলয়ের নাহিদ হাসান ভূঁইয়া ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসুক তা মেনে নিতে পারছে না কাজী মনিরুজ্জামানের বলয়ের সুলতান মাহমুদ,আবু মোহাম্মদ মাসুম। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

১৫ জুলাই রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের একটি অংশ দালাল ছাড়া ছাত্রদলের কমিটির দাবিতে ভুলতা-গাউছিয়া এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কে মানববন্ধন করেছে ।

এর আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবিতে সোমবার ( ১৩ জুলাই) গাউছিয়া এলাকায় ছাত্রদল নেতা নাহিদ হাসান ভূঁইয়ার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে।

করোনা দুযোগে ছাত্রদলের এমন কর্মকান্ডে ক্ষুব্দ ছাত্রলীগ। তারা ছাত্রদলের নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে।

গত ১৪ জুলাই রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিরলস পরিশ্রমে রূপগঞ্জের প্রতিটি মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সরকারের সফলতা আর মন্ত্রীর নিরলস পরিশ্রমকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল বিভিন্নভাবে নাশকতা চালানোর অপচেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারী উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের সভাপতি ও সেক্রেটারী সহ সকল নেতাকর্মীদের ছাত্রদলের নাশকতাসহ অপকর্ম ঠেকাতে নিদেশ দিয়েছে।

ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির পর ১৫ জুলাই ভুলতা-গাউছিয়া এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কে মানববন্ধনসহ বিক্ষোভ করে ছাত্রদল। জানা গেছে ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুমের বাড়ির গেট ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এরপর ছাত্রলীগকে হুমকি দিয়ে ছাত্রদলকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে।

স্ট্যাটাসে ছাত্রদল নেতারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা তোদের প্রতিটা দায়ের কোপ লেগেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের হাজারো নেতা কর্মীর কলিজায়। এই দিন,দিন নয়। আরো দিন আছে এই দিনেরে নিয়ে যাবে সেই দিনেরও কাছে । রেডি থাকিস।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *