রূপগঞ্জবাসীকে যে বার্তা দিলেন ইউএনও

প্রশাসন ফিচার রূপগঞ্জ

নিউজ রূপগঞ্জ ডটকম:

করোনাভাইরাসের ভয়াবহতা তুলে ধরে রূপগঞ্জবাসীকে সচেতন করতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। রবিবার বিকালে তিনি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে মমতাজ বেগম বলেন ,

প্রিয় রুপগঞ্জবাসী
আসসালামু আলাইকুম
করোনা ভাইরাস বর্তমান বিশ্বে এক আতঙ্কের নাম।বিশ্ব আজ স্তব্ধ! বাংলাদেশও সেই তালিকার বাহিরে নেই। বাংলাদেশ সরকার শুরু থেকেই করোনা যুদ্ধে কাজ করে যাচ্ছেন। আপনাদের সচেতন করতে আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। সকাল, বিকাল, রাত, দুপুর মাঠে রয়েছি। স্বাস্থ্য কর্মীরা যার যার স্থান থেকে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক ভাইরা আমাদের সাহায্য করছেন। প্রশাসন ও জনপ্রতিনিধিরা জনসচেতনতার পাশাপাশি অসহায় পরিবারের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ পৌঁচ্ছে দিচ্ছেন। যার যেখানে সমস্যা হচ্ছে তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয় এত কিছুর করার পরেও আপনারা ঘর মূখি হচ্ছেন না।আপনারা ইতোমধ্যে জেনেছেন করোনা মোকাবেলা করতে গিয়ে সারা বাংলাদেশে ম্যাজিস্ট্রেট, ডাক্তার, নার্স, পুলিশ, স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া রুপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা অফিস স্টাফসহ আমি নিজে হোম কোরেন্টাইনে আছি। এখনও কি সতর্ক হবেন না? দেশের সবচেয়ে করোনা পজিটিভের সংখ্যা ঢাকা এবং নারায়ণগঞ্জ সদরে। শুধু ঢাকার পাশেই আমাদের অবস্থান নয় নারায়ণগঞ্জ জেলার কয়েকটি উপজেলার মধ্যে রুপগঞ্জ একটি উপজেলা। আমরা যে ভালো অবস্থানে আছি শুধু অাপনাদের সহযোগিতায়। দয়া করে এখনও সময় আছে আপনারা ঘর মুখি হোন। পবিত্র রমজান মাস, বরকতের মাস, ঘরে থাকুন ইবাদত করুণ।নিজেরা বাঁচুন আমাদেরকে বাঁচতে সহায়তা করুণ। মনে রাখবেন আপনাদের যেমন পরিবার পরিজন রয়েছে। তেমনি আমাদেরও বাবা-মা, স্বামী, সন্তান রয়েছে। আমরাও তো আপনাদের মতই মানুষ! আপনারা হয়তো জানেন, করোনা আক্রান্ত মাকে সন্তানরা বনে ফেলে যাচ্ছে, স্ত্রী তার স্বামীকে রেখে চলে যাচ্ছে, ভাই-ভাই এর লাশটা পর্যন্ত দাফন করতে চাচ্ছে না, বাবা-মা শেষ সময় তার সন্তানকে দেখতে পারছে না, এমনকি কারো স্বাভাবিক মৃত্যু হলেও কেউ দাফনে এগিয়ে আসছে না। এ সকল কাজগুলো আমাদেরকেই জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়। অতএব আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘরে থাকুন। আমরা আপনাদের যে কোন প্রয়োজনে পাশে আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *