মেয়র কি ভুলে গেছে

কাঞ্চন পৌরসভা ফিচার শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম: করোনাভাইরাস থেকে সুরক্ষায় করমর্দন (হ্যান্ডশেক), চুম্বন এবং আলিঙ্গন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউিএইচও)। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্বাস্থ্যবিধি মেনে চলার নিদেশ দেওয়া হয়েছে। হ্যান্ডশেক থেকে বিরত থাকা এবং মাস্ক পরতে বলা হয়েছে । বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করে যাচ্ছে । তারা স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছে। জরিমানাও করা হচ্ছে। দেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। রূপগঞ্জে বহু মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম  স্বাস্থ্য বিধি লংঘন করেছেন। শনিবার ( ২৯ আগস্ট) সকালে কাঞ্চন পৌরসভার ৪ নং ওয়ার্ড রানীপুরা পরিদর্শন করেন মেয়র। এসময় মেয়র রফিকুল ইসলামকে দেখা গেছে মাস্ক পরা ছাড়াই দোকানদার এবং সাধারণ মানুষের সাথে হ্যান্ডশেক করতে। মেয়রের সমর্থকরা দাবি করেছে সে রানীপুরাবাসীর খোঁজখবর নিয়েছেন।

মেয়র মাস্ক না পরায় হতাশ কাঞ্চনবাসী । এতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমন রোধে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *