মানুষ কম খরচে ভালো জিনিস চায়: মন্ত্রী গাজী

রূপগঞ্জ শীর্ষ সংবাদ

নিউজ রূপগঞ্জ ডটকম: বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মিলগুলোকে বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযাযী আধুনিকায়ন করার বিষয়ে অনুসরণীয় কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নীতি নির্ধারণী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি কমিটির অন্য সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। এসময় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, যে পদ্ধতির মাধ্যমে পাটকল আধুনিকায়ন হলে আন্তর্জাতিক বাজারে আমাদের পাট শিল্পের চাহিদা বাড়বে, খরচ কম হবে , সে পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। মানুষ কম খরচে ভালো জিনিস চায় আমাদেরকে সেই দিকটা মাথায় রাখতে হবে। যে পণ্যের চাহিদা বেশি সেটাই আমাদেরকে উৎপাদন করতে হবে।

মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে কর্মকৌশল পরিবর্তনের ফলে অনেক শিল্প এগিয়ে যায় । আমাদের পাটশিল্পও এগিয়ে যাবে ।

সভায় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন, বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হকসহ বিজেএমসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *