বিএনপি অংশ নিচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে: হাছিনা গাজী

তারাবো ফিচার রাজনীতি

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, আমার শক্তির উৎস তারাব পৌরসভার জনগণ। পৌরবাসীর উপর আমার সেই আস্থা এবং বিশ্বাস আছে । আগামী নির্বাচনে তারা আমাকে নৌকা প্রতীকে ভোট দেবে। তারা উন্নয়নের পক্ষে থাকবে এবং আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবে। তাদের সুখে -দুঃখে পাশে ছিলাম। এখনও আছি।

তিনি বলেন, আমার কোনো ক্যাডার বাহিনী নেই। বিএনপির প্রার্থী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিচ্ছে। বিএনপি অংশ নিচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জয়ী হওয়ার জন্য নয়। তাদের অপরাজনীতির জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী বলেন, এবার বিএনপির ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করার সুযোগ নেই। ইভিএম পদ্ধতিতে ভোট হবে।

বরিবার ( ২০ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদে রিটানিং কর্মকর্তার কাছে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর হাছিনা গাজী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান , রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, তারাব পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন , আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া এমায়েত হোসেন , ইউপি সদস্য বজলুর রহমান, রেহেনা আক্তারসহ অনেকে।

হাছিনা গাজী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মনে রাখবেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো শক্তি হারাতে পারবে না।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *