জিয়ার ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা

ইউনিয়ন ফিচার ভূলতা

নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জ উপজেলার ভুলতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজাম উদ্দিন , যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, জিয়াউর রহমানের ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। খালেদা জিয়া তারেক রহমানের ষড়যন্ত্রে ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২২ জন আওয়ামী লীগের নেতাকমীকে হত্যা করা হয়। সেদিন ওদের লক্ষ্য ছিলো শেখ হাসিনাকে হত্যা করা। কিন্তু আল্লার অশেষ রহমতে সেদিন শেখ হাসিনা প্রাণে বেচে যান। তাঁরপর নেতৃত্বে আজ বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে।

পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

এসময় তারাব পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু তপন কুমার ঘোষ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *