গোলাকান্দাইলে অবৈধ পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ

গোলাকান্দাইল ফিচার


নিউজ রূপগঞ্জ ডটকম: রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে গোলাকান্দাইলে অবৈধ পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই অবৈধ স্টান্ড উচ্ছেদ করা হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে বিভিন্ন রাস্তায় চলাচলকারী পিকআপ চালকরা অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেছে। অবৈধ পিকআপ স্ট্যান্ডে প্রতিনিয়ত শতাধিক যানবাহন রাস্তা দখল করে থাকায় সব সময় যানজট লেগেই ছিল। এই চৌরাস্তার মোড় হয়ে ঢাকা,গাজীপুর ময়মনসিংহ, কিশোরগঞ্জ,ভৈরব, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলায় চলাচলকালে প্রতিটি যানবাহন প্রায় আধা ঘন্টা আবার কখনো কখনো ১ ঘন্টারও বেশি সময় যানজটে আটকা পড়ছে। এ কারণে যাত্রী দুর্ভোগ বেড়েই চলছে। শুধু তাই নয়, এই মোড়ে যানজটের ফলে ভুলতা ফ্লাইওভারেও যানজট সৃষ্টি হয়। যাত্রী সাধারণের মতে, এই অবৈধ পিকআপ স্ট্যান্ডের কারণে সৃষ্টি হয় যানজট। আর এই যানজটে ঈদসহ বিশেষ সময়ে শত শত যানবাহন আটকা পড়ে থাকে। এতে দূর্ভোগ অসহনীয় হয়ে উঠে। এ যানজটের কারণে ঈদ মৌসুম ও বিশেষ মৌসুমে আটকে পড়া অধিকাংশ যানবাহন রাত পেরিয়ে ঈদের নামাজের পরেও গন্তব্যে পৌঁছতে না পারার নজির রয়েছে। তাই অবৈধ স্টান্ড উচ্ছেদ করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *