করোনা টেস্টিং বুথ বানালো গাজী গ্রুপ

ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম:

কোভিড-১৯ টেস্টিং বুথ তৈরী করেছে গাজী গ্রুপ। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে গাজী গ্রুপের নিজস্ব জনবল দিয়ে এই বুথ তৈরী করা হয়েছে। প্রথম বারের মতো রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে একটি কোভিড-১৯ টেস্টিং বুথ  উপহার দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাঈদ আল মামুন বুথটি গ্রহণ করেন।  মন্ত্রীর পরিকল্পনা রয়েছে নারায়ণগঞ্জের প্রত্যেকটা সরকারী হাসপাতালে কোভিড-১৯ টেস্টিং বুথ  উপহার দেবেন। এরআগে জেলার গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক টানেল স্থাপন করে  দিয়েছেন তিনি।

এব্যাপারে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বীর প্রতীক বলেন, বর্তমানে দেশে  কোভিড-১৯ টেস্টিং বুথের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বুথ সরবরাহ করতে পারছে না। তাই দেশের মানুষের কথা চিন্তা  করে আমরা কোভিড-১৯ টেস্টিং বুথ  তৈরী করছি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিনামূল্যে সরবরাহ করেছি।

প্রসঙ্গত করোনাভাইরাস নারায়ণগঞ্জ মহামারি রূপ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৬২৫ জন শনাক্ত হয়েছে । মৃত্যুবরণ করেছে ৩৯ জন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *