রূপগঞ্জে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান

ফিচার

নিউজ রূপগঞ্জ ডটকম: নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যোগে বুধবার ( ১৮ নভেম্বর) রূপগঞ্জ উপজেলার কায়িনা বালুর মাঠ, সিটি মিল গেইট, রূপসী , মৈকুলি এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে এক কেজি গাঁজা। গ্রেফতারকৃতরা হলেন মৈকুলি উত্তরপাড়া এলাকার মৃত কালু শেখের ছেলে মমিনুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে জসিম, মৈকুলি বড় মসজিদ এলাকার মোহাম্মদ আলীর ছেলে আশাদুল ইসলাম, মৈকুলি মধ্যপাড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে শাহ আলম, আলম। গ্রেফতারকৃত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ( ২০১৮) মোবাইল কোটের মাধ্যমে তিন মাসের করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন। অভিযানে সহযোগিতা করে রূপগঞ্জ থানা পুলিশ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *