নিউজ রূপগঞ্জ ডটকম: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ আগস্ট) সভা অনুষ্ঠিত হয়। এসময় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বকারী ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, আওয়ামী লীগ নেতা আনছার আলী, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন হাসান খোকন, যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত আরা জিসান, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ সহ অনেকে উপস্থিত ছিলেন। ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগেও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে রূপগঞ্জের সকল ইউনিয়ন ও পৌরসভায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
অনুষ্ঠানের সময়সূচি:- মুড়াপাড়া-ভোলাব ইউনিয়নে সকাল সাড়ে ১০ টায়, দাউদপুর -কাঞ্চন পৌরসভায় সকাল সাড়ে ১১ টায়, রূপগঞ্জ- ভূলতা ইউনিয়নে দুপুর সাড়ে ১২ টায়, কায়েতপাড়া – গোলাকান্দাইল ইউনিয়নে দুপুর দেড়টায়, তারাব পৌরসভা- চানপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নে দুপুর আড়াইটায়।