নিউজ রূপগঞ্জ ডটকম:
করোন ভাইরাস প্রতিরোধে তারাব পৌরসভার ১নং ওয়ার্ডের ( গন্ধর্বপুর) সকল অভ্যন্তরীণ সড়কসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । সোমবার স্থানীয় ওয়ার্ড কাউন্সির রফিকুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সড়ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে তিনি বলেন , তারাব পৌরসভার ১নং ওয়ার্ডের সকল অভ্যন্তরীণ সড়কসমূহ বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। প্রিয় এলাকাবাসী, সকলে সাময়িক কষ্ট মেনে নিবেন। আপনার, আমার সকলের ভালোর জন্য এ লকডাউন। একই সাথে চায়ের দোকানগুলোও বন্ধ থাকবে।মুদি এবং অন্যান্য দোকান (ঔষধের দোকান ব্যতীত) জোহরের আজান পর্যন্ত চলবে কিন্তু কোনো অবস্থায়ই জটলা করা যাবে না। করোনা মহামারী প্রতিরোধে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আত্মীয় স্বজনকে ডেকে আনবেন না। বহিরাগত কাউকে এলাকায় প্রবেশ করতে দিবেন না। মনে রাখবেন, আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে একই সাথে এলাকাবাসী। জরুরী প্রয়োজনে আমাকে ফোন দিন ০১৭১২২৪৬০৫১। ঘরে থাকুন – নিরাপদ থাকুন। প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৫ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের তিন জন নারী রয়েছে। একজনের বাড়ী নোয়াপাড়া। সারা রূপগঞ্জ লকডাউন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় তারাব পৌরসভার ১ নং ওয়াডে লকডাউন বাস্তবায়ন করা হয়েছে।