নিজস্ব প্রতিবেদক:
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের (চনপাড়া) মেম্বার পদে হ্যাট্টিক বিজয় অর্জন করেছেন চনপাড়া শেখ রাসেলন নগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান।
বৃহস্পতিবার ( ১১ নভেম্বর) ভোটগ্রহণ ও গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা রির্টানিং কর্মকর্তা । তিনি ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৯১০৭ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বি মো: জহিরুল ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৬০৬ ভোট। তিনি সাড়ে ৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার মধ্যে মেম্বার পদে এমন ফলাফল আর জানা যায়নি।
এব্যাপারে নবনির্বাচিত মেম্বার বজলুর রহমান বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্যার এবং আমাদের ভবিষ্যত নেতা গাজী গোলাম মর্তুজা পাপ্পা স্যারের ভালোবাসায় আমি এবার মেম্বার নির্বাচিত হয়েছি। চনপাড়ার মাটি গাজী পরিবারের ঘাটি।